icici bank

ICICI BANK UPDATE: ICICI BANK এর গ্রাহকদের জন্য সুখবর ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবার জন্য টাকা দিতে হতো ব্যাংক কে তা আর দিতে হবে না ১ জুলাই থেকে !

তবে গ্রাহকদের জন্য যেমন খুশির খবর হলো যে বেশ কিছু পরিষেবাতে কোনো টাকা পয়সা দিতে হবে না ঠিক তেমনি কিছু পরিষেবার জন্য নতুন চার্জ প্রযোজ্য হবে।

চলুন দেখে নেওয়া যাক নতুন নিয়মের কি কি ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে –

 

 

icici bank

ICICI ব্যাঙ্ক যেমন অনেকগুলি পরিষেবার জন্য ১ জুলাই থেকে আর চার্জ নেবে না, ঠিক তেমনি কিছু ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য করবে।
ICICI Bank Update: ভারতের অন্যান্য বেসরকারি ব্যাংকের তুলনায় ICICI ব্যাংক অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাঙ্ক । ICICI ব্যাংকের গ্রাহকদের জন্য বিরাট খুশির খবর। বেশ কিছু পরিষেবায় গ্রাহকদের কাছ থেকে ব্যাংক যে টাকা নিতো ১ জুলাই থেকে ব্যাংক সেই টাকা আর নেবে না। এই তথ্য ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছে ব্যাঙ্ক।
কি কি নিয়মের পরিবর্তন কোন কোন পরিষেবার জন্য ICICI ব্যাংকের গ্রাহকদের চার্জ দিতে হবে না? এবং আর কি কি নিয়মে পরিবর্তন হবে? এই নিয়ে বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন টি দেখুন ।
দেখুন এই সমস্ত পরিষেবার জন্য লাগবে না কোনো টাকা

১ জুলাই, ২০২৪ থেকে ICICI ব্যাঙ্ক তাদের একাধিক পরিষেবার জন্য আর ফি নেবে না বলে জানিয়েছেন গ্রাহকদের। অর্থাৎ ১ জুলাই এই তারিখের পর থেকে গ্রাহকরা কোনো প্রকার টাকা পয়সা না দিয়েই এই সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবে। এর ফলে অনেকটা সুবিধা হবে ব্যাঙ্কের গ্রাহকদের।
১ লা. জুলাই থেকে আর চার্জ দিতে হবে না কি কি পরিষেবার জন্য সেগুলি নিচে উল্লেখ করা হয়েছে।
  • চেক/ক্যাশ পিক-আপ ফি: এর আগে চেক বা নগদ সংগ্রহ পরিষেবার জন্য পিক-আপে ১০০ টাকা ফি নিত ICICI ব্যাঙ্ক এই টাকা আর নেবে না বলে জানিয়েছে ব্যাংক।
    চার্জ স্লিপ অনুরোধ: ১ লা. জুলাই থেকে আর লাগবে না চার্জ স্লিপ অনুরোধের জন্য টাকা। কারণ ব্যাংক আগে চার্জ স্লিপ এর জন্য ১০০ টাকা নিত ১ লা জুলাই থেকে তা আর নেবে না।
    আউটস্টেশন চেক প্রসেসিং ফি: ১ লা জুলাই থেকে আর লাগবে না আউটস্টেশন চেক প্রক্রিয়াকরণের জন্য কোনো টাকা আগে আউটস্টেশন চেক প্রক্রিয়াকরণের জন্য চেক মূল্যের ১ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা চার্জ লাগতো, ICICI ব্যাঙ্ক এই ফি ১ জুলাই, ২০২৪ থেকে আর নেবে না।
  • ডায়াল-এ-ড্রাফ্ট লেনদেন ফি: ১ জুলাই থেকে গ্রাহকদের ডায়াল-এ-ড্রাফ্ট পরিষেবার জন্য যে চার্জ দিতে হতো তা আর দিতে হবে না। ICICI ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকরা ডায়াল-এ-ড্রাফ্ট পরিষেবা গ্রহণ করে তাদের ৩ শতাংশ বা সর্বাধিক ৩০০ টাকা চার্জ দিতে হতো, ১ জুলাই থেকে গ্রাহকদের এর এই চার্জও দিতে হবে না।
  • ডুপ্লিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট: ১লা জুলাই থেকে গ্রাহকদের ডুপ্লিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুরোধ করার জন্য আর কোনো টাকা দিতে হবে না। আগে ৩ মাসের জন্য ডুপ্লিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুরোধ করার জন্য ১০০ টাকা ফি দিতে হতো। ১ জুলাই থেকে এই চার্জও নেবে না ব্যাঙ্ক।
  • তবে গ্রাহকদের জন্য যেমন খুশির খবর হলো যে বেশ কিছু পরিষেবাতে কোনো টাকা পয়সা দিতে হবে না ঠিক তেমনি কিছু পরিষেবার জন্য নতুন চার্জ প্রযোজ্য হবে।
    ICICI ব্যাঙ্ক যেমন অনেকগুলি পরিষেবার জন্য ১ জুলাই থেকে আর চার্জ নেবে না, ঠিক তেমনি কিছু ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য করবে।
    চলুন দেখে নেওয়া যাক নতুন নিয়মের কি কি ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে –
    ১ জুলাই, ২০২৪ থেকে ICICI ব্যাঙ্ক ২০০ টাকার একটি স্ট্যান্ডার্ড ফি প্রযোজ্য করবে সমস্ত কার্ড প্রতিস্থাপনের জন্য।
    এছাড়াও একাধিক নিয়ম পরিবর্তন করতে চলেছে ১৮ জুন থেকে ব্যাঙ্ক Amazon Pay ICICI Credit Card এর। যেমন আগে ভাড়া পরিষদের উপর যে রিওয়ার্ড পাওয়া যেতো সেই রিওয়ার্ড আর পাওয়া যাবে না এই কার্ডে। আবার এই কার্ডের সাহায্যে EMI লেনদেন এবং সোনা কেনার উপর যে পুরস্কার পয়েন্ট পাওয়া যেতো সেই পুরস্কার পয়েন্ট আর দেবে না ICICI ব্যাংক। তবে পুরস্কারের মেয়াদের সীমাবদ্ধতা ছাড়াই জ্বালানি সারচার্জ পেমেন্টের উপর ১ শতাংশ ছাড় পাওয়া যাবে অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডে।
  • ICICI BANK UPDATE: ICICI BANK এর গ্রাহকদের জন্য সুখবর ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবার জন্য টাকা দিতে হতো ব্যাংক কে তা আর দিতে হবে না ১ জুলাই থেকে !

One thought on “ICICI BANK এর গ্রাহকদের জন্য বিরাট খুশির খবর ১ জুলাই, ২০২৪ থেকে ICICI ব্যাঙ্ক তাদের একাধিক পরিষেবার জন্য আর ফি নেবে না?”

Leave a Reply

Share via
Copy link